বঙ্গোপসাগর সাক্ষরতা: অবশ্য-দরকারি নীতি ও মৌলিক ধারণা
সংস্করণ: জানুয়ারি ২০১৯
বঙ্গোপসাগরপারের সব দেশ; ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মালেয়শিয়া, মালদ্বীপ, মিয়ানমার, থাইল্যান্ড, ও শ্রী লংকায় সমুদ্র সাক্ষরতার জন্য একটি স্থানীয় রুপরেখা হাজির করছে এই নির্দেশিকাটি।
একটি প্রাকটিকাল রিসোর্স হিসেবে এটি ব্যবহার করে এডুকেটর, কমুনিকেটর, ও সাংবাদিকদের ব্যবহারের জন্য কনটেন্ট তৈরি করা যায়; যেসব কনটেন্ট প্রাইমারি থেকে শুরু করে হাইস্কুল-মাদ্রাসা, লাইব্রেরি, সংগ্রহশালা, অ্যাকোয়ারিয়াম, জাতীয় উদ্যান, কমুনিটি-ভিত্তিক গণমাধ্যম, পারফর্মিং আর্ট, অন্যান্য জ্ঞান ও তথ্য কেন্দ্রসহ শিখবার নানা ধরনের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মাধ্যমে সমুদ্র সাক্ষরতার প্রসারে কাজে আসবে।
Copyright © All rights reserved - abrlab.org- 2019
Developed ITWINDOW